অপেক্ষা আরও বাড়ল, পিছিয়ে গেল পুরভোট মামলার শুনানি

অপেক্ষা আরও বাড়ল, পিছিয়ে গেল পুরভোট মামলার শুনানি

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: আজ পুরসভা নিয়ে মামলা হচ্ছে না। পিছিয়ে গেল কলকাতা এবং হাওড়া পুরসভা নিয়ে করা জনস্বার্থ মামলার শুনানি। আগামী সোমবার মামলার শুনানির দিন স্থির করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের বক্তব্য,  কোর্টের লিখিত কোনো নির্দেশ না থাকায় কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশে বাধা নেই। যদিও গত শুনানিতে কমিশনের আইনজীবী কলকাতা ও হাওড়ার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে বলেছিলেন, আদালতের অসন্মান হয় এমন কিছু তারা করবেন না। ফলে ১৯ ডিসেম্বর ভোট করানো নিয়ে এখন বল কমিশনের হাতে বলে মনে করছেন আইনজীবীরা।

মনে করা হচ্ছিল যে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরভোট হবে। কিন্তু আদালতে মামলা চলায় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু নির্দিষ্ট দিনেই ভোট করাতে চায় রাজ্য। মামলা চলার কারণে নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, এদিকে রাজ্যেকে এই ইস্যুতে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই হলফনামায় রাজ্য জানায়, প্রথম দফায় কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন হবে এবং ধাপে ধাপে পরবর্তী পুরসভার নির্বাচন হবে।  তবে হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল, একসঙ্গে ১১২ পুরসভা ভোটের জন্য ৩০ হাজার ১৭৩ টি ইভিএম প্রয়োজন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের হাতে কার্যকরী ১৫ হাজার ৬৮৭ টি ইভিএম রয়েছে। M2 ইভিএম আছে ৭ হাজার ৮৫১ টি, M1 ইভিএম আছে ৭ হাজার ৮৩৬ টি। এই ইভিএম দিয়ে মেয়াদ উত্তীর্ণ ১১২ পুরসভার একসঙ্গে ভোট সম্ভব নয়।

আসলে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই পুরভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভোট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি যতদিন চলবে ততদিন পুরভোট সংক্রান্ত কোনও রকম বিজ্ঞপ্তি তারা জারি করবে না। তাই আপাতত অনিশ্চিত আগামী মাসের পুরভোট। যদিও এই মুহূর্তে কমিশন ভোটের ঘোষণা করে কিনা, তাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =