অস্বস্তিতে মিঠুন, কলকাতা হাইকোর্টে পিছলো শুনানি

অস্বস্তিতে মিঠুন, কলকাতা হাইকোর্টে পিছলো শুনানি

 

কলকাতা:  অস্বস্তিতে মিঠুন চক্রবর্তী। কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল বিজেপি’র তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী দায়ের করা মামলার শুনানি৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে।  কিন্তু মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগকারী মৃত্যুঞ্জয় পাল মঙ্গলবার আবেদন জানান, তিনি এই এজলাসে মামলা শুনানি করতে চান না৷ বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা অন্য এজলাসে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেন তিনি৷
 

আরও পড়ুন- নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী, সরলেন বাঙালি বিচারপতি

 

এর আগে আদালতের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ৷ ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মানিকতলা থানায় বিজেপি’র তারকা প্রচারক মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷ এফআইআর দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেনস ফোরাম। এর পর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷  তাঁর অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ এই মামলা খারিজ করা হোক৷ কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় এবং অফিসাররা ভার্চুয়ালি অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেত পারে বলেও জানায়৷ সেই সঙ্গে এই মামলা আদালতে ওঠার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের অভিযোগ খারিজ করা যাবে না৷ এদিন আরও পিছিয়ে গেল মামলার শুনানি৷ প্রসঙ্গত,  বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসের শুরুর দিকে ব্রিগেডের মঞ্চে বিজেপি-তে দিয়েছিলেন মিঠুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =