কলকাতা: বছরের শুরুতে কিছুটা স্বস্তি পেলেন গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কারণ দিল্লি হাইকোর্টে তাঁর মামলার শুনানির তারিখ পিছিয়ে গিয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হয়েছিল আজ, সোমবার। কিন্তু সেই শুনানি এদিন হয়নি। আগামী ১২ জানুয়ারি এই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘খুনের চেষ্টা’র মামলায় পুলিশি হেফাজত, এখনই কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারবে না ED
অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ২০২২ সালের শেষে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তাতে অবশ্য ইডির ‘হাত’ ছিল। আইনজীবী ব্যস্ত থাকায় ইডির তরফে মামলাটি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তবে এদিন শুনানির দিন ধার্য হলেও তা আবার পিছিয়ে গেল।
আগে অবশ্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অনুমতি পেয়েও অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারেনি ইডি। কারণ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেন এক তৃণমূল নেতা। সেই নিয়ে নতুন বিতর্ক জন্মায়। অন্যদিকে, গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে আবার ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।