বেতন বৃদ্ধির দাবিতে স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের!

বেতন বৃদ্ধির দাবিতে স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের!

এগরা: অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি ও বেতনের দাবিতে বিক্ষোভ দেখাল অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস অবশেষে বিক্ষোভ তুলে নেয় স্বাস্থ্যকর্মীরা।

বিক্ষোভকারী অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকাদারের সংস্থার অধীনে কাজ করে থাকেন। কোভিড পরিস্থিতিতে তারা জীবনকে বাজি রেখে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন বৃদ্ধি করা হচ্ছে না। অবশেষে স্বাস্থ্যকর্মীরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে সমস্যার সম্মুখীন হন হাসপাতালে চিকিৎসা করাতে আশা রোগী থেকে তার আত্মীয় পরিজনরা।

বিক্ষোভকারী এক স্বাস্থ্যকর্মী সুকুমার বর বলেন, ” দীর্ঘদিন ধরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকাদারের অধীনে কাজ করি। ২০১৬ সাল থেকে হাসপাতালে কর্মরত। দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে কাজ করেও বেতন পাননি। কিন্তু হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছি। আমি হাসপাতালে সুপার থেকে একাধিক আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। তখন সুপার জানান, তোমরা তো সরকারি কর্মী নয়, আমি কিছু করতে পারব না। মন্ত্রী থেকে বিধায়ক সবাইকে জানিয়েছি। কোন কিছু সুরাহা হয়নি। তাই অবশেষে বিক্ষোভ দেখালাম৷’’ এতেও কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি৷ 

ঠিকাদার সংস্থার ইনচার্জ মলয় আড‍্য বলেন ” বিক্ষোভের কথা স্বীকার করে নেন। বিষয়টি নজরে রয়েছে। একাধিক দাবি নিয়ে স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সামনে বসেছিল। আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছে। শুক্রবার দিন বসে সমস্যার সমাধান হবে। বিষয়টি হাসপাতালে সুপার থেকে একাধিক আধিকারিককে জানিয়েছি৷” যদিও এ বিষয়ে হাসপাতালে সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *