কলকাতা: রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। সরকারি এবং বেসরকারি সব স্বাস্থ্যকর্মীদের উঠতে পারবেন স্পেশাল ট্রেনে। যদিও তার জন্য লাগবে অনুমতি পত্র। ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয় পত্র। এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের কাছে এই বিষয়ে আবেদন করেছিল রাজ্য সরকার। যার প্রেক্ষিতে স্বাস্থ্যকর্মীদের ট্রেনে ওঠার অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্মীদের জন্য যে স্পেশাল ট্রেন রয়েছে সেই পরিষেবা নেওয়ার জন্য কর্তৃপক্ষের অনুমতি পত্র এবং নিজেদের পরিচয় পত্র দেখাতে হবে স্বাস্থ্যকর্মীদের, এমনটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই এই ইস্যুতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের কাছে লিখিত আবেদন করেছিল রাজ্য সরকার। এই মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা যাতে স্পেশাল ট্রেনে উঠতে পারেন সেই আবেদন জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই ট্রেন পরিষেবা বন্ধ রেখেছে রাজ্য সরকার। বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। যদিও রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালু রেখেছে কর্তৃপক্ষ।