Aajbikel

চলতি বছর ৬ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, খতিয়ান দিল স্বাস্থ্য দফতর

 | 
চিকিৎসক

কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগে জেরবার গোটা রাজ্য৷ এরই মধ্যে এল স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের খতিয়ান৷ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষে প্রায় সাড়ে ৬ হাজার চিকিৎসক-নার্স ও কর্মী নিয়োগ করেছে রাজ্য স্বাস্থ্যদফতর। গত আট মাসে ৬,৩৫৬ জনের নিয়োগ প্যানেল প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেল‌‌থ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুবিএইচআরবি)। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ (৪৮৬৩ জন) হয়েছে নার্স পদে। তারপরেই নিয়োগ করা হয়েছে চিকিৎসকদের। সহকারী অধ্যাপক, জিডিএমও, এমও বা মেডিক্যাল অফিসার মিলিয়ে প্রায় ১ হাজার চিকিৎসক নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর। বিভিন্ন ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে সাড়ে পাঁচশোর বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও ফুড সেফ্টি অফিসার, ফার্মাসিস্ট, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, সিনিয়র লেকচারার, রিডার, সিনিয়র কেমিস্ট সহ ১৫টি পদে নিয়োগ হয়েছে৷ জানা গিয়েছে, প্যানেল প্রকাশের পাশাপাশি আরও প্রায় ১৫-১৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। সেই তালিকার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হওয়ার পর আরও প্রায় সাড়ে ছ’শো কর্মীকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Around The Web

Trending News

You May like