কলকাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৩ জন? যদিও রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত আক্রান্তের তথ্য প্রকাশ করা হয়নি৷ গতকাল পয়লা এপ্রিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল বুটেলিন অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ জন৷ মৃত্যু হয়েছে তিনজনের৷
বেলেঘাটা নাইসেড সূত্রে খবর, এখনও পর্যন্ত নতুন করে ১৩ জনের নমুনায় করোনা হদিশ পাওয়া গিয়েছে৷ এরমধ্যে অ্যাপোলো হাসপাতালে ৮টি নমুনার মধ্যে ৫টি নমুনা করোনা পজেটিভ এসেছে বলে খবর৷ এই ৫জনের মধ্যে দু’জন উত্তর কলকাতার বাসিন্দা৷ আর একজন সল্টলেক করুনাময়ী এলাকার বাসিন্দা৷ তিনি ব্যাঙ্ক কর্মী বলে জানা যাচ্ছে৷ মেদিনীপুরের আরও একজনের শরীরে করোনাভাইরাস হদিশ পাওয়া গিয়েছে৷ এর পাশাপাশি দক্ষিণ কলকাতার এক বাসিন্দার শরীরে ভাইরাস ধরা পড়েছে৷ এই পাঁচটি রিপোর্ট গতকাল রাতে এসে পৌঁছায়৷ তাঁরা চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে৷
এর পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পংয়ের যে মহিলার মৃত্যু হয়েছিল, তাঁর সংস্পর্শে থাকা ৪ জনের শরীরে করোনা হদিশ মিলেছে৷ এই ৪জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷
করোনা আক্রান্ত সেনা হাসপাতালের চিকিৎসকের গাড়িচালক ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বাসিন্দা আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন, তা নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে৷ সল্টলেকে আরও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ দমদম নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর দেহে করোনার হদিশ মিলেছে৷ এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ৩৭ জন আক্রান্ত হয়েছে৷ নাইসেড সূত্রে পাওয়া খবর ও রাজ্য সরকারের দেওয়া তথ্য মিলিয়ে রাজ্যের ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৫০৷