কলকাতা: আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে ভোটের দিনক্ষণ৷ তার আগে থেকেই ভোটের ডিউটি শুরু হয়ে গিয়েছে সরকারি কর্মীদের৷ কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা৷
আরও পড়ুন- ‘যে খেলা এখন চলছে, সেই খেলা খেলতে চাই না’, বললেন মনোজ
অব্যাহতি চেয়ে হাইকোর্টে মামলা করলেন সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা। রাজ্য সংগঠন এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস (পূর্বতন স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস)-এর সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিরা হল সিঙ্গেল ক্যাডার পোস্ট। স্কুলের প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষা সমস্ত বিষয়ের দায়িত্ব ভার রয়েছে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাঁধে। তাই তাঁদের ইলেকশন ডিউটি দেওয়া হলে একদিকে যেমন স্কুলে অচলাবস্থা তৈরি হবে, তেমনই যে সমস্ত স্কুলে পোলিং স্টেশন বা কি সেক্টর অফিস হয় সেখানেও নানান সমস্যা দেখা দেবে।
আরও পড়ুন- মাদককাণ্ডে নয়া মোড়, পুলিশের নজরে রাকেশের ছায়াসঙ্গী জীতেন্দ্র!
শুধু তাই নয়, চন্দন বাবু আরও জানান, বেতন কাঠামো অনুযায়ী নির্বাচনের কাজে দায়িত্ব বন্টনের নিয়মও মানা হয়নি। অনেক প্রধান শিক্ষক- শিক্ষিকাকে ফার্স্ট পোলিং এমনকী সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বও দেওয়া হয়েছে। এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেসের পক্ষ থেকে বহু আগেই এই বিষয়ে নির্বাচন কমিশনকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবং একাধিক বার এই ডেপুটেশন দেওয়া হয়েছে৷ সেই সময়ের মৌখিক ভাবে আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে এর কোনও প্রতিফলন দেখা যায়নি। তাই বাধ্য হয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শিক্ষক-শিক্ষিতারা৷ আগামী ১লা মার্চ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে৷