ক্লাস নেওয়া নিয়ে অশান্তি, মেরে প্রধানশিক্ষকের আঙুল ভাঙল সহ-শিক্ষক! পুলিশ ডাকল পড়ুয়ারা

কলকাতা: স্কুলে শিক্ষকদের হাতাহাতির ঘটনা বিরর নয়৷ তবে তা অবশ্যই লজ্জার৷ এবার তেমনই এক লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ হাই স্কুল৷…

কলকাতা: স্কুলে শিক্ষকদের হাতাহাতির ঘটনা বিরর নয়৷ তবে তা অবশ্যই লজ্জার৷ এবার তেমনই এক লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ হাই স্কুল৷ ক্লাস নেওয়াকে কেন্দ্র করে শনিবার অশান্তির সৃষ্টি হয় স্কুলে৷ প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে তাঁর হাতের আঙুল ভাঙার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

 

স্কুলের মধ্যে প্রধানশিক্ষক এবং সহ-শিক্ষকের মারামারি দেখেই রানিগঞ্জ থানায় খবর দেয় একদল পড়ুয়া৷ পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ও সহ-শিক্ষককে থানায় ধরে নিয়ে যায়।

এদিকে, আহত অবস্থায় প্রধানশিক্ষক প্রতিম চট্টোপাধ্যায়কে রানিগঞ্জের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি সহ-শিক্ষক বিজয় দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। তবে বিজয় দাসের পাল্টা জানান, অন্যায়, অত্যাচার এবং নির্যাতন চালিয়েছেন প্রধান শিক্ষক। এই অভিযোগে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *