স্কুলের প্রধান শিক্ষকদের পঞ্চায়েত ভোটে সহযোগিতার অনুরোধ! বিরোধিতায় একাধিক সংগঠন

স্কুলের প্রধান শিক্ষকদের পঞ্চায়েত ভোটে সহযোগিতার অনুরোধ! বিরোধিতায় একাধিক সংগঠন

কলকাতা: গরমের ছুটি শেষ করে বৃহস্পতিবার থেকে রাজ্যের সব সরকারি স্কুল খুলে যাচ্ছে। দীর্ঘ একটা সময় পর আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন-পাঠন শুরু হওয়ার পালা। কিন্তু ঠিক এই সময়ে আরও এক বিতর্কের জন্ম হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুলগুলির প্রধানশিক্ষকদের অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত ভোটে সহযোগিতা করার জন্য! এতেই আপত্তি তৃণমূল কংগ্রেস বিরোধী শিক্ষক সংগঠনগুলির।

জেলা শিক্ষা আধিকারিকদের দফতর থেকে স্কুলের প্রধানশিক্ষকদের কাছে এই অনুরোধ গিয়েছে যে তারা যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেন। গত সপ্তাহে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দফতর। স্বাভাবিকভাবেই সেই বিজ্ঞপ্তিতে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও নির্দেশ বা অনুরোধ ছিল না সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের জন্য কারণ তখন পঞ্চায়েত ভোট ঘোষণাই হয়নি। তবে নির্বাচনের দিন ঘোষণার পর এই বিজ্ঞপ্তি প্রকাশ হলে তাতে এমন নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, রিটার্নিং অফিসাররা যে ভোট প্রস্তুতির কাজ শুরু করবেন তার জন্যই কাজে লাগবে স্কুলগুলি। আর সে জন্যই এই নির্দেশ।

প

তৃণমূল বিরোধী শিক্ষা সংগঠনগুলির বক্তব্য, নির্বাচন পরিচালনার জন্য স্কুল বিল্ডিংয়ের প্রয়োজন পড়লেও প্রধান শিক্ষকের এখানে কোনও ভূমিকা থাকার কথা নয়। অন্যদিকে শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের ভোটে সহায়তা করার কথা বলা হচ্ছে, এই বিষয়টিও যথেষ্ট অবাক করছে। আগে এমন হত কিনা সন্দেহ প্রকাশ করে এই সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে। যদিও সরকারপন্থী শিক্ষক সংগঠনের বক্তব্য, ভোট সাধারণ মানুষের অধিকার। এই কারণে যে বিরোধিতা হচ্ছে, তার যৌক্তিকতা নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =