বই লিখে সেঞ্চুরি হাঁকাতে চান তিনি, বইমেলায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: তিনি লেখেন৷ বাঁধেন সুর৷ আঁকেন ছবি৷ কবিতাও তাঁর স্থান পেয়েছে সিলেবাসে৷ চড়া দামে বিক্রি হয়েছে ছবি৷ বই তো অনেক আগেই বেস্ট সেলারের তালিকায় ঢিকে গিয়েছে৷ তবে, লেখার খিদে কমেনি তাঁর৷ তাই ৪৩তম বইমেলার উদ্বোধনে গিয়ে নতুন বই লেখার ঘোষণাটা করেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, পরের বই মেলার মধ্যে বই লিখে সেঞ্চুরিটা

বই লিখে সেঞ্চুরি হাঁকাতে চান তিনি, বইমেলায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: তিনি লেখেন৷ বাঁধেন সুর৷ আঁকেন ছবি৷ কবিতাও তাঁর স্থান পেয়েছে সিলেবাসে৷ চড়া দামে বিক্রি হয়েছে ছবি৷ বই তো অনেক আগেই বেস্ট সেলারের তালিকায় ঢিকে গিয়েছে৷ তবে, লেখার খিদে কমেনি তাঁর৷ তাই ৪৩তম বইমেলার উদ্বোধনে গিয়ে নতুন বই লেখার ঘোষণাটা করেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, পরের বই মেলার মধ্যে বই লিখে সেঞ্চুরিটা করেই ফেলবেন তিনি৷

বৃহস্পতিবার বিকেলে কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৮০টা বই ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে৷ এই বছর বইমেলায় মুক্তি পাবে তাঁর ৭টি বই৷ পরের বছরের মধ্যেই চটপট ১৩টা লিখে ফেলবো৷’ ফলে, এখন ৮৭ ও পরের বছর ১৩টি বই, মানে ১০০টি বই লিখে ফলতে চান মুখ্যমন্ত্রী৷ এদিন লেখা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কম্পিউটারে মনের ভাব সে ভাবে ঠিক প্রকাশ করা যায় না৷ হাতে লেখা অর টাইপ করে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে৷’’

তারাপীঠে পুজো দিয়ে আকাশ পথে শহরে ফিরে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, গিল্ডের সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে ইঙ্গিত করে ‘দুষ্টু’দের থেকে দুরে থাকারও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ তারাপীঠ থেকে ফিরে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে৷ বইমেলা খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত৷ এবারের বইমেলার থিম দেশ গুয়েতেমালা৷ আজ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী ‘কলকাতা বইমেলা’কে বিশ্বের সেরা বইমেলা বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, বইয়ের কোনও বিকল্প নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + six =