‘দল ছেড়েছেন, এবার বিধায়ক পদটাও ছেড়ে দেওয়া উচিত’ মুকুলকে কটাক্ষ দিলীপের

‘দল ছেড়েছেন, এবার বিধায়ক পদটাও ছেড়ে দেওয়া উচিত’ মুকুলকে কটাক্ষ দিলীপের

কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেই ঝাঁঝাল আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষ৷ বলেছিলেন, ‘‘জীর্ণ পাতা গাছের কোনও কাজে আসে না। জীর্ণ পাতা ঝরে গেলে কোনও ক্ষতি হয় না৷’’ এদিন সাংবাদিক বৈঠকে এসেও মুকুল প্রসঙ্গে কড়া মন্তব্য করলেন বঙ্গ বিজেপি সভাপতি৷ বললেন, দল ছেড়েছেন এবার বিধায়ক পদও ছেড়ে দেওয়া উচিত৷ 

আরও পড়ুন- সরকারি হাসপাতালে অক্সিজেনের ব্যাপক অপচয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, দলত্যাগ বিরোধী আইন সংসদে পাশ হয়েছে৷ এটা সকলের জন্য লাগু হবে৷ গণতন্ত্রকে রক্ষার জন্য এই আইন আনা হয়েছে৷ আগামী দিনে এই আইনের ব্যবহার হবে৷ তবে বিধানসভায় দলত্যাগের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা থাকে৷ তাঁর কথায়, ২০১৯ সালের পর অনেকে দলে এসেছিলেন৷ যাঁরা থাকতে পারছেন না তাঁরা দল ছাড়ছেন৷ তবে একে বিজেপি’র কোনও সমস্যা হবে না৷ তিনি আরও জানান, গতকাল ৩১ জন বিধায়কের রাজভবনে যাওয়ার কথা ছিল৷ কিন্তু ৫১ জন গিয়েছেন৷  

আর মুকুল প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি বর্ষীয়ান নেতা৷ মানুষ ওঁনাকে বিশ্বাস করে, তাঁর উপর আস্থা রেখে ভোট দিয়েছিল৷ উদাহরণ তৈরি করে দল ছাড়ার পর বিধায়ক পদও ছেড়ে দেওয়া উচিত ওঁনার৷’’  
    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fourteen =