Aajbikel

তদন্তের স্বার্থে ডাকা হলে নবজোয়ার থামিয়েও যাবেন! জানালেন অভিষেক

 | 
অভিষেক

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই, এমনও রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগেই জানা গিয়েছিল যে, এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা আছে তৃণমূলের নেতার। কিন্তু আপাতত তিনি নিজেই জানালেন, তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে চলতি কর্মসূচি ছেড়েও তিনি যেতে রাজি। কিন্তু এই বিষয়ে বিরোধীদের প্রশ্ন, যদি তদন্তের স্বার্থেই যেতে রাজি হন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কথা ভাবছেন কেন?

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রক্ষাকবচ মেলেনি তাঁর। উলটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের রায় বহাল রেখে তাঁকে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এই নিয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন অভিষেক। কিন্তু পরবর্তী সময়ে অভিষেক বলেছেন, তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য তিনি প্রয়োজনে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে যাবেন। এটা তাঁর কর্তব্য। যদিও তিনি এটাও জানিয়েছেন যে, এই ইস্যুতে উচ্চ আদালতে যাওয়ার রাস্তাও খোলা আছে তাঁর কাছে। সুপ্রিম কোর্টের আগে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ইতিমধ্যে। 

 

উল্লেখ্য, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। অবিলম্বে জরিমানার এই টাকা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এই মামলার শুনানিতে আরও বলেন, সিবিআই এবং ইডি নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাবে। 

Around The Web

Trending News

You May like