‘উনি তো ওদেরেই লোক’, রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক নিয়ে কটাক্ষ মমতার

‘উনি তো ওদেরেই লোক’, রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক নিয়ে কটাক্ষ মমতার

কলকাতা:  রাজ্যের আইন-শৃঙ্খলান নিয়ে লাগাতার আক্রমণের পর দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল৷ রাষ্ট্রপতির রাজ দরবার থেকে নর্থ ব্লকের শাহী দরবার, দিল্লি সফরে একের পর এক বৈঠকে ব্যস্ত রাজ্যপাল৷ কখনও কেন্দ্রীয় কয়লামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ৷ আবার কখনও সোজা রাইসিনা হিলস৷ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অমিত শাহের দফতরেও যান রাজ্যপাল৷ দিল্লি রওনা দেওয়ার আগে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠিও লিখে গিয়েছেন তিনি৷  অমিত শাহের সঙ্গী শাহী বৈঠক সারার পরেই ধেয়ে এল কটাক্ষ৷ বৃহস্পতিবার নবান্নে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে একের পর এক বিশ্লেষণে জগদীপ ধনকড়কে বিঁধলেন মু্খ্যমন্ত্রী৷ বললেন, ‘উনি তো ওঁদেরই লোক’৷ 

আরও পড়ুন – নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি! হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যপালের যদি কয়লার কোনও কাজ থাকে, তাহলে উনি কয়লামন্ত্রীর কাছে যেতেই পারেন৷ উনি কার সঙ্গে দেখা করবেন সেটা ওঁনার ব্যাপার৷ উনি তো ওদেরই লোক৷’’ এর পরেই কটাক্ষ করে দিলীর ঘোষ বলেন, ‘‘তৃণমূলের মানসিক অসুখ হয়ে গিয়েছে৷ রাজ্যপালকে দেখলেই তা বেড়ে যাচ্ছে৷ রাজ্যপাল এখন তৃণমূলের গলার কাঁটা৷’’ এদিকে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজ্যপালের আচরণের বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন সিপিএম৷ বিমান বসু বলেন, ‘‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন৷ বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে ঘুরছেন৷ এটা একজন রাজ্যপালের কাজ নয়৷’’ পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘‘সিপিএমের একটু মাথাব্যাথা আছে৷ কিন্তু ওদের কথা কেউ শুনতেই চায় না৷ রাজ্যে সিপিএমই নেই৷ বিমানবাবু এখনও বাণী দিচ্ছেন৷ এই করে দলটাই ডকে উঠল৷’’ 

এদিকে, তৃতীয়বার শপথ নেওয়ার পর থেকেই ফের সংঘাতের পথে হাঁটতে শুরু করেছেন রাজ্যপাল৷ তাতে নতুন মাত্রা যোগ করে দিল্লি উড়ে গিয়েছেন ধনকড়৷ তাঁর এই সফরকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রীও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =