‘গুটিগুটি পায়ে বিজেপিতে যোগ দিতে এসেছিলেন’,  দেবশ্রীকে কটাক্ষ শোভনের

‘গুটিগুটি পায়ে বিজেপিতে যোগ দিতে এসেছিলেন’,  দেবশ্রীকে কটাক্ষ শোভনের

41d6b1a399a6e8b8c7c1f8d57f8d28dd

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: গুটিগুটি পায়ে বিজেপিতে যোগ দিতে এসেছিলেন, নাম না করে দেবশ্রীকে তোপ শোভন চট্টোপাধ্যায়৷ নিশানা করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ বৃহস্পতিবার বিকেলে রায়দিঘী বিধানসভার খাড়ি গুণসিন্ধু বালিকা বিদ‍্যাপিঠের মাঠে বিজেপির জনসভায় প্রধান বক্তা ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ আর রায়দিঘির মাটিতে দাঁড়িয়ে সেই কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়কে একহাত নিলেন শোভন৷ তুললেন একের পর এক বিস্ফোরক অভিযোগ৷ শোভনের দাবি, তিনি যেদিন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলনে সেদিন চুপিচুপি গেরুয়া শিবরে নাম লেখাতে এসেছিলেন দেবশ্রীও৷ 

শোভন আরও বলেন, ‘সেদিন আমি বলেছিলাম, রায়দিঘীর বহু মানুষের কাছ থেকে টোটো দেওয়ার নাম করে যে মানুষ টাকা তুলেছিলেন। তিনি যোগ দিলে আমাদের ক্ষমা করবেন। তাই তাকে নেওয়া হয়নি বিজেপিতে।’ তিনি বলেন, তৃণমূল দেবশ্রীকে বহিষ্কার না করলে মানুষ করবে৷ এদিন রাজ্যের শাসকদল তৃণমূলকেও নিশানা করেন শোভন৷ নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ বলেন, ‘মমতা ব‍্যানার্জি জানেন মমতা ব‍্যানার্জির পায়ের তলার মাটি সরে গিয়েছে। ঈশ্বর কারোর অংহকার বরদাস্ত করেনা। জেনে রাখুন আপনি চাল চুরি করবেন। মানুষ আপনার ভোট চুরি করবে।’

এদিন আমফানে প্রসঙ্গ টেনে নাম না করে দেবশ্রীকে তুলোধনা করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমফান বিধ্বস্ত হয়ে গিয়েছিল এলাকা। সে সময় বামফ্রন্টের এক বরিষ্ঠ নেতা মানুষের যখন পাশে দাঁড়াচ্ছেন, তখন উনি দেশপ্রিয় মোড়ে দাঁড়িয়ে গান গাইছেন। সেই দৃশ্য দেখার পর মনে হয়েছিল, রাজনৈতিক মঞ্চে যখন আসছি, তখন রায়দিঘিতে অবশ্যই আসব। কত ভরসা করে জনপ্রতিনিধি পাঠানো হয়। কিন্তু, তাঁরা যখন ভোট পাওয়ার পর আপনাদের দু:খ-দুর্দশার মধ্যে ফেলে দেন। তখন তাঁদের ক্ষমা করবেন না’। 

এদিন শোভন-বৈশাখীর জনসভায় মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো৷ খাড়ি গুণসিন্ধু বালিকা বিদ‍্যাপিঠের মাঠে বৃহস্পতিবার উপচে পড়ে মানুষের ভিড়৷ প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে দিল্লিতে বিজেপির কার্যালয়ে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়কে৷ যা নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে৷ তবে পরে সেই ঘটনা ফের  চাপা পড়ে যায়৷ কিন্তু বিধানসভা নির্বাচনের মুখে রায়দিঘিতে গিয়ে ফের সেই প্রসঙ্গ তুলে যেভাবে দেবশ্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন শোভন-বৈশাখী, তা উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *