abhisekh banerjee
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে তা ইডির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এছাড়া ইডি এবং সিবিআই দুর্নীতি তদন্ত ইস্যুতে যে গতির সঙ্গে কাজ করছে তাতে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেনি আদালত। সেই প্রেক্ষিতে দ্রুত তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
এই মামলায় আগেই ‘লিপস এন্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। ওই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কোম্পানি মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। সেই প্রেক্ষিতে এদিন মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, এক বার সমন পাঠিয়ে কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়নি। এক্ষেত্রে বিচারপতি সিনহার নির্দেশ, কোম্পানির ডিরেক্টর গ্রেফতার হয়েছেন। কিন্তু কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে ইডিকে। আগামী ১৪ সেপ্টেম্বর ইডিকে রিপোর্ট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে।
আসলে আদালতে এই বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন নিয়োগ দুর্নীতি মামলার কেন্দ্রের আইনজীবী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হলেও কোম্পানির সিইও হিসেবে চিহ্নিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে আছেন, ঘুরছেন। তবে এই প্রেক্ষিতে ইডির আইনজীবী জানান, অভিষেক এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মামলা করেছেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা বাকি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। বিচারপতি সিনহার অবশ্য মন্তব্য, কড়া পদক্ষেপ নয় মানে কী? তদন্ত কি বন্ধ করে দেবেন? ইডির আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে আবার অভিষেককে তলব করা হবে।