Aajbikel

শিক্ষকদের থেকেও অশিক্ষক কর্মীদের বেতন বেশি! রাজ্যের হলফনামা তলব আদালতের

 | 
court

কলকাতা: রাজ্যে অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। শিক্ষা দান করেও এত কম বেতন কেন, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই এদিন তাৎপর্যপূর্ণ প্রশ্ন তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসুও। অন্য রাজ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বেশি হলেও এই রাজ্যে কম কেন, তা জানতে চান তিনি।

এদিনের মামলার শুনানিতে বিচারপতি বলেন, রাজ্যে একজন অশিক্ষক কর্মীর (গ্রুপ ডি ও গ্রুপ সি) এক পার্শ্ব শিক্ষকের থেকে বেশি বেতন পাওয়া সম্ভব কী ভাবে তা স্পষ্ট নয়। কেন্দ্র যদি সর্বশিক্ষা মিশনের প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয় তবে অন্য রাজ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বেশি হলেও এই রাজ্যে কম কেন? প্রশ্ন তাঁর। যদিও শুনানি চলাকালীন রাজ্যের অভিযোগ, সর্বশিক্ষা মিশনের খাতে কেন্দ্র যে ৬০ শতাংশ টাকা দেয় তা ইতিমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই বেতনের এই বৈষম্য। 

এক্ষেত্রে মামলাকারীর আইনজীবীর স্পষ্ট বক্তব্য, কেন্দ্র বরাদ্দ কমালেও, যে টাকা রাজ্যে আসছে তার মধ্যে থেকেই বেতনের সমতা বজায় রাখতে পারে রাজ্য। কিন্তু তা রাখা হচ্ছে না। এই মামলায় কেন্দ্র, সর্বশিক্ষা মিশন ও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। 

Around The Web

Trending News

You May like