কলকাতা: সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট কাগজ খেয়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার অশোকনগরে পঞ্চায়েত নির্বাচনে এমন ঘটনা তাজ্জব করেছে সকলকে। এবার ব্যালট পেপার সংক্রান্ত অন্য এক নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিপিএমে’র পক্ষে ভোট পড়া, প্রিসাইডিং অফিসারের সই সহ কয়েকশো ব্যালট পেপার পাওয়া গিয়েছে হুগলির জঙ্গিপারা ডিএন হাইস্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে। সেই ব্যালট পেপার এদিন আদালতে পেশ করার পর দেখা যায়, তাতে আছে প্রিসাইডিং অফিসারের সই।
এদিন এই ব্যালট পেপার জমা দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বৃহস্পতিবার বেলায় স্থানীয় বিডিওকে এই ইস্যুতে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে জানাতে হবে কী করে ব্যালট পেপার রাস্তায় পাওয়া গেল। এছাড়া যে স্কুলে এই ভোট হয়েছে সেখানে যারা দায়িত্বে ছিলেন, তাদের তালিকাও চেয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এও জানান হয়েছে, আনতে হবে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ। তবে যদি তা আলাদা তোলা হয়ে থাকে।
উল্লেখ্য, গতকাল গণনার সময়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ তুলেছিলেন সিপিএম প্রার্থী। দাবি করেছেন, তাঁর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে সেখানে তৃণমূল প্রার্থী এসে সোজা ব্যালট বাক্সের সামনে চলে যান। তারপর অন্তত ২৫টি বান্ডিল ব্যালট কাগজ বের করে তা ছিঁড়ে মুখে ঢুকিয়ে দেন! কিছুটা আবার ফেলেও দেন।