Court
কলকাতা: হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ না দিলেও ইডিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। নথির তথ্যে সন্তুষ্ট না হলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হোক, এমন জানিয়েছে আদালত। (Court)
নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই ডিভিশন বেঞ্চে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সময় মতো মামলার কাগজপত্র এজলাসে না আসায় শুনানি পিছিয়ে যায়। বুধবার শুনানির শুরুতেই আবার ত্রুটি ধরা পড়ে। অবশেষে মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনও আলাদা নির্দেশ না দিলেও পরামর্শ দিয়েছে। তারা অবশ্য এও জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়া উচিত নয়। তবে অভিষেক যদি কোনও নথি পাঠান ইডিকে, তা তাদের সন্তুষ্ট করতে পারে কিনা, সেটা দেখার। এই প্রেক্ষিতে ইডি দফতরে হাজিরা দিতেই হচ্ছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আইনজীবী এও বলেন, সিঙ্গেল বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সে বিষয়ে তাঁদের অজানা। কিন্তু ইডি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে আদালত যদি সন্তুষ্ট না হয় তার জন্য তাঁর মক্কেলের কিছু করার নেই। কিন্তু আদালতের নির্দেশ আছে, ইডি দু’সপ্তাহের সময় দিয়ে জানিয়েছিল এই সময়ের মধ্যে সমস্ত তথ্য ইডি অফিসে জমা দিতে হবে। যদি না দেওয়া হয়ে থাকে, তাহলে ইডির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমনে সমস্যা থাকার কথা নয়।