Aajbikel

দমকলে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আদালতের, আপাতত বীরভূম জেলা নিয়ে সিদ্ধান্ত

 | 
হাইকোর্ট

কলকাতা: বীরভূম জেলার জন্য নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। অক্সলারি ফায়ার অপারেটর নিয়োগ বাতিল করল আদালত। বীরভূমে অক্সিলারি ফায়ার অপারেটর পদে বেআইনিভাবে ২৫ জনকে নিয়োগের অভিযোগে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 

এদিন আদালত যে নির্দেশ দিয়েছে তাতে বহু চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ গোটা রাজ্যে ২০১৭ সালে যে ১ হাজার ৫০০ অক্সিলারী ফায়ার অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যে এই নির্দেশের ফলে সব চাকরি নিয়েই প্রশ্ন উঠে গেল বলে আইনজীবীদের একাংশের মত। কারণ এদিন রায় ঘোষণার পর বিচারপতি বসাক সরকারি আইনজীবীকে স্পষ্ট করে দেন, এই নির্দেশ বীরভূমের মামলার ক্ষেত্রে দেওয়া হলেও আর কোনও জেলায় যদি এমন পদে নিয়োগ হয়ে থাকে সেসব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। 

আদালতের স্পষ্ট বক্তব্য, দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। পাশাপাশি এটা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী বলেও পর্যবেক্ষণ আদালতের। 

Around The Web

Trending News

You May like