Aajbikel

শব্দদূষণ রোধে নিয়ম মানা হচ্ছে না! পার্কস্ট্রিট থেকে অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

 | 
হাইকোর্ট

কলকাতা: রাত হলেই ক্রমাগত ড্রাম বাজিয়ে, মাইক ব্যবহার করে উৎসব পালন বাড়ির সামনে। পার্কস্ট্রিট থানাকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার শব্দদূষণ রোধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শহরের এক বাসিন্দা। তাঁর এও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পার্কস্ট্রিট থানা। তাই শহরকে শব্দদূষণ থেকে মুক্ত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন পার্কস্ট্রিটের বাসিন্দা এক মহিলা। 

অভিযোগকারিণীর দাবি, রাত বাড়লেই মাইক বাজিয়ে, ড্রাম বাজিয়ে শব্দ করা হয়, উৎসব পালন করা হয় তার বাড়ির সামনের এলাকায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তা মানে না কেউই। এমনকি থানায় অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগ শুনে কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাত দশটার পর মাইক না বাজানোর নির্দেশ মানতে হবে সকলকে। পুলিশ দেখবে হাইকোর্টের নির্দেশ মান্য করা হচ্ছে কিনা। এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতের নির্দেশ সম্পর্কে ওই এলাকার সাধারণ মানুষকে অবহিত করতে হবে তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশকেই বলবৎ করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

যদিও এই মামলার প্রেক্ষিতে রাজ্যের আইনজীবীর বক্তব্য, একদিন পরে একটা বিশেষ জাতির উৎসব রয়েছে। তাই এত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করে সকলকে অবগত করা সম্ভব নয়। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ না করে সুপ্রিম কোর্টের নির্দেশকে বলবৎ করারই নির্দেশ দিয়েছে। 

Around The Web

Trending News

You May like