Aajbikel

রেল রোকো আন্দোলন বেআইনি, কুর্মি বিক্ষোভ ইস্যুতে স্পষ্ট হাইকোর্ট

 | 
হাইকোর্ট

কলকাতা: জঙ্গলমহলে কুর্মি সমাজের বিভিন্ন দাবিতে রেল ও রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে। সেই মামলার শুনানিতেই এমনটা জানিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোনও ভাবে আন্দোলনের নামে রেল, রাস্তা বন্ধ করা যাবে না। প্রয়োজনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনই কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্ত্রের কাছে আবেদন করতে পারবে রাজ্য। এছাড়াও প্রতিবেশী রাজ্যের থেকেও এলাকার নিরাপত্তায় বাহিনীর ব্যাপারে সাহায্য নেওয়া যাবে।

আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করা হচ্ছে, এই অভিযোগ তুলে পুরুলিয়া চেম্বার অফ কমার্স জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে। সেই প্রেক্ষিতেই আদালতের এই সিদ্ধান্ত। তবে নিরাপত্তার বিষয়ে আরও জোর দিয়ে বিচারপতি জানিয়েছেন, আরপিএফ ও জিআরপিকে রেল নিরাপত্তা দেখতে হবে। প্রয়োজনে আরও বাহিনীর ব্যবস্থা রাখতে হবে ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাগুলির গুরুত্বপূর্ণ এলাকায়। কোনও ভাবে নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। 

আসলে গতবার কুড়মিদের রেল অবরোধে চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেল থেকেই প্রায় ৩৫০ ট্রেন বাতিল করা হয়েছিল। এবারও কুড়মিরা ফের রেল অবরোধের ডাক দেওয়ায় দুশ্চিন্তায় পড়ে রেল। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে ২৪ জোড়া দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কিন্তু হাইকোর্টের রায়ে তাদের স্বস্তি মিলল বটে। 
 

Around The Web

Trending News

You May like