অশান্তি সামলানো যায়নি! নির্বাচন কমিশন এবং সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

অশান্তি সামলানো যায়নি! নির্বাচন কমিশন এবং সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা: একটা ভোটের ঘোষণা, তারপর থেকেই যেন যুদ্ধক্ষেত্র রাজ্য! পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর আজ পর্যন্ত রাজ্যের অবস্থা এইভাবেই ব্যাখ্যা করা যায়। লাগাতার হিংসা এবং মৃত্যুর খবর আসছে পশ্চিমবঙ্গের একাধিক প্রান্ত থেকে। গোটা ইস্যু নিয়ে এবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। আদালতের স্পষ্ট কথা, অশান্তি সামলানো যায়নি। রাজ্য পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এক্ষেত্রে দুর্গাপুজোর প্রসঙ্গও টানেন বিচারপতি। 

বুধবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, আইনশৃঙ্খলা সামলাতে সরকার যেমন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, ঠিক তেমনই অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কথা মুখে বললেও কাজে নির্বাচন কমিশন একদম শূন্য। তিনি আরও বলেন, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কেউই নিজেদের দায়িত্ব পালন করেনি। এই প্রেক্ষিতেই তাঁর নির্দেশ, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি নিয়ে ক্ষতিগ্রস্তদের কী ভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। প্রধান বিচারপতির সংযোজন, এত বড় দুর্গাপুজোতে লক্ষ লক্ষ মানুষকে, কুম্ভমেলার এত বড় ভিড়কে নিয়ন্ত্রণ করতে কত রকম ব্যবস্থা নেওয়া হয়। অথচ এখানে কিছু সংখ্যক মানুষ অশান্তি সৃষ্টি করছে, তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। 

আদালত আসলে গোটা বিষয়টি নিয়েই অবাক হয়েছে। বিচারপতিদের স্পষ্ট মন্তব্য, রাজ্য যদি নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারে, তাহলে সেই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হবে। মনোনয়ন পর্বে অশান্তি, ভোটে অশান্তি, গণনাতেও অশান্তি। কেন সামলাতে পারল না রাজ্য, তা খতিয়ে দেখা দরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =