নির্দিষ্ট টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না! ফি বৃদ্ধি ইস্যুতে কড়া হাইকোর্ট

নির্দিষ্ট টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না! ফি বৃদ্ধি ইস্যুতে কড়া হাইকোর্ট

27be072070814717e7ad42cd77fddded

কলকাতা: বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে আবারও কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না। ইচ্ছে মতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না। তাঁর মত, বেসরকারি স্কুল গুলির ওপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, বেসরকারি স্কুলে ফি স্ট্রাকচার কী হবে তা রাজ্য সরাসরি ঠিক করে দিতে পারে না। তবে বিচারপতির সাফ কথা, কোথাও এটাও বলা নেই যে রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না বেসরকারি স্কুলের ওপর।

এর আগে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেছিলেন, অনেক বেসরকারি স্কুল ফি বাড়ানোর আগে সরকারি অনুমতি নেয় না। সেই প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছিল, স্কুল মিষ্টির দোকান নয় যে ইচ্ছা মত দাম নির্ধারণ করা হবে। বলাই বাহুল্য, এখনও বিচারপতি এই বিষয়ে কড়া অবস্থান বজায় রেখে বেসরকারি স্কুলগুলিকে ‘ধমক’ দিচ্ছেন। তাঁর স্পষ্ট কথা, রাজ্যের ২০১২ সালের আইন বলছে বেসরকারি স্কুলে রাজ্যের ‘কনসেন্ট’ থাকতে হবে। আগামী ২১ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।