Aajbikel

গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নয়! হাইকোর্টে স্বস্তি বিদ্যুতের

 | 
বিদ্যুৎ চক্রবর্তী

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়েনি বিদ্যুৎ চক্রবর্তীর। কারণ বিশ্ববিদ্যালয়ের নয়া ফলক বিতর্ক রয়ে গিয়েছে। এই ইস্যুতে তাঁকে কম সমালোচিত হতে হয়নি। যদিও ফলক বসানোর প্রতিবাদে দায়ের হওয়া মামলার পাশাপাশি, আরও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই উপাচার্য পদের মেয়াদের শেষ দিনই তাঁকে থানায় হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠায় পুলিশ। এরপর শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ। সেখানে তিনি স্বস্তি পেলেন। 

আদালত এদিন জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। একই সঙ্গে এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, মাত্র এক দিনের নোটিসে কী ভাবে পাঁচটি মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস তাঁকে দেওয়া হল? পুলিশের তরফ থেকে এই ব্যাপারে সদুত্তর না আসায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে নোটিস জারি করে তবেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তবে ২০ এবং ২২ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তার আগে বিদ্যুৎ চক্রবর্তীকে এফআইআরের কপি দেবে পুলিশ। এছাড়া আদালত এও জানায়, প্রতিটি মামলায় এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে। 

প্রসঙ্গত, কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও সরকারি বাসভবন ছাড়াননি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। বৃহস্পতিবার সেখানে গিয়েই বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিস দিয়ে এসেছিল শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম৷ তিনি সেই তলবে সাড়া না দিয়ে সরাসরি আদালতের দ্বারস্থ হন৷ 

Around The Web

Trending News

You May like