Aajbikel

শুভেন্দুর আর্জি খারিজ হাই কোর্টে, পঞ্চায়েত ভোট নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন প্রধান বিচারপতি

 | 
শুভেন্দু

 কলকাতা: কলকাতা হাই কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারির৷ তাঁর আর্জি খারিজ করে দিল উচ্চ আদালত৷ পঞ্চায়েত ভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। প্রশ্ন তুলেছিলেন রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সাফ জানাল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

আরও পড়ুন- তপ্ত বিশ্বভারতী! রাষ্ট্রপতির সফরের আগেই শো কজ সাত অধ্যাপককে! উপাচার্যের বিরুদ্ধে পাল্টা চিঠি

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে আপাতত কোনও বাধা রইল না। এই পর্যায়ে আদালত নির্বাচনে কোনও হস্তক্ষেপ করবে না। তবে মামলাকারী চাইলে নতুন করে আবেদন জানাতে পারেন। নির্বাচনী আইন মেনেই রাজ্য নির্বাচন কমিশন যাবতীয় সিদ্ধান্ত নেবে।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে ওবিসি সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে আপত্তি জানিএই মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-র গণনা হয়নি।  পাল্টা কমিশন জানিয়েছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দুর দাবি ছিল, ডোর টু ডোর ক্যাম্পেন করে ওবিসি সংরক্ষণ করা যায় না৷  নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, নির্বাচনী আইনে উল্লিখিত ওবিসি সংরক্ষণের নিয়ম মেনেই কাজ হচ্ছে।

এমতাবস্থায় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আইন অনুযায়ী যেভাবে ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেই মতোই এই সংরক্ষণ হয়েছে। এখন নির্বাচন কমিশন যদি ভোট করাতে চায়, তাতে কোনও বাধা দেবে না হাই কোর্ট। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট বলা হয়, ‘‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট আপাতত কোনও হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’’

Around The Web

Trending News

You May like