justice ganguly
কলকাতা: শিক্ষা সংক্রান্ত মামলার এজলাস বদল৷ এবার থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আর শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে না৷ এই সংক্রান্ত মামলা সরানো হল হাই কোর্টেরই অন্য বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে হাই কোর্টের তরফে।
হাই কোর্টের সমস্ত বিচারপতিরই নির্দিষ্ট বিচার্য বিষয় রয়েছে। কোন বিচারপতি কোন মামলা শুনবেন, তা উল্লেখ করা থাকে হাই কোর্টের রস্টার বা দিনলিপিতে। যা চূড়ান্ত করেন হাই কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তথা প্রধান বিচারপতি। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম নিজেই বিচারপতিদের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নেন৷ সেখানে বলা হয়, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে থাকা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলির শুনানি৷