শুভেন্দুর আর্জি খারিজ, এগরার ছবি দেখে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

কলকাতা: এগরায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এদিন এই মামলার শুনানিতে সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি তদন্তের। কিন্তু এগরা কাণ্ডের একাধিক ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর বিস্ময়, এত ছিন্নভিন্ন দেহ!
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানি ছিল। সেই শুনানিতে তাঁর আর্জি খারিজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সিআইডিকে বলা হয়েছে, আগামী ১২ জুন এই বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট আদালতে জমা করতে হবে তাদের। তবে শুনানি চলাকালীন এগরার বিস্ফোরণস্থলের ছবি হতবাক হয়ে যান প্রধান বিচারপতি। চারিদিকে এত ছিন্নভিন্ন দেহ দেখে বিস্ময় প্রকাশ করেন। এই প্রেক্ষিতেই গ্রামে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটার পরেই রাজ্যে রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে যায়। বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকেই নিশানা করা হয় এবং বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলা হয়। যদিও ইতিমধ্যেই এগরার ঘটনায় মৃতদের এবং আহতদের পরিবারপিছু ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।