কমিশনের বিরুদ্ধে নালিশ ছিল শুভেন্দুর, আদালত খারিজ করল বিধায়কের আবেদন

কমিশনের বিরুদ্ধে নালিশ ছিল শুভেন্দুর, আদালত খারিজ করল বিধায়কের আবেদন

a58c93b0d76fcb12fcfafce45c460f6d

কলকাতা: শনিবার পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ভোটকেন্দ্রের বাইরে যেতে পারবেন না। কাঁথি থানা থেকে তাঁকে এমনই নোটিস পাঠানো হয়। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক। শুভেন্দুর অভিযোগ ছিল, তাঁর গতিবিধির ওপর নজর রাখার চেষ্টায় আছে নির্বাচন কমিশন। কিন্তু আদালতে ধাক্কা খেলেন তিনি। বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়েছেন। 

বৃহস্পতিবার কাঁথি থানা থেকে শুভেন্দু অধিকারীকে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের এলাকা ছেড়ে তিনি অন্যত্র যেতে পারবেন না৷ নিরাপত্তা রক্ষী নিয়ে নন্দীগ্রাম বিভিন্ন এলাকায় ঘুরতেও পারবেন না। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই বিরোধী দলনেতাকে এ কথা জানানো হয়। কাঁথি পুলিশের ওই চিঠিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তাঁর প্রশ্ন ছিল, কী ভাবে রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যেতে পারে? তাঁর অভিযোগ ছিল, শুধুমাত্র তাঁর ক্ষেত্রেই দ্বিচারিতা করা হচ্ছে। 

যদিও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়নি। সকল রাজনৈতিক দলের বিধায়ককে এই নোটিশ দেওয়া হয়েছে। শাসকদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং বিরোধীদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন নয়। যাদের নোটিস দেওয়া হয়েছে তারা ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে যেমন প্রবেশ করতে পারবেন না, তেমনই নিজের লোকাল থানার বাইরে তাদের ব্যবহার করতে পারবে না। অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের ছাড় দেওয়া হয়েছে এমন উদাহরণ কমিশনকে দিলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *