যুক্তি কাজে এল না, কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে নওশাদের মামলা খারিজ হাইকোর্টে

যুক্তি কাজে এল না, কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে নওশাদের মামলা খারিজ হাইকোর্টে

b1f4744e8802b904b25f370647ed0664

কলকাতা: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন তুলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একাধিক দফায় পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সোমবার তাঁর মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। সেই মামলা এখনও বিচারাধীন। তাই নওশাদ সিদ্দিকীর আবেদন খারিজ করা হল।  

আদালতে নওশাদ সিদ্দিকী আইনজীবী ফিরদৌস শামিম আবেদন করে বলেছিলেন, ২০১৩ সালে পাঁচ দফায় নির্বাচনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কারণ কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত ছিল না। চলতি বছর এক দফায় নির্বাচন করা হচ্ছে। কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেই। প্রতিদিন বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। তাই নির্বাচনের দফা বাড়ানো হোক। কিন্তু আদালত মামলা খারিজ করে দিয়েছে। আইএসএফ বিধায়কের এই ইস্যুতে বক্তব্য ছিল, এ বার পঞ্চায়েতে জেলা বেড়েছে, বুথ এবং ভোটার সংখ্যাও বেড়েছে। এদিকে যথেষ্ট বাহিনী এখনও পর্যন্ত আসেনি রাজ্যে। যদি সময়ের মধ্যে পর্যাপ্ত বাহিনী না আনা যায় তাহলে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি করা হোক।

আজ এই মামলা খারিজ হলেও আদালতে নির্বাচনের দফা বাড়ানোর আবেদন গৃহীত হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার নির্বাচনে অশান্তির সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা লোকসভার বিরোধী দলনেতার। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *