তথ্য পেয়েও লাভ হয়নি! CID-কে ভর্ৎসনা বিচারপতির

তথ্য পেয়েও লাভ হয়নি! CID-কে ভর্ৎসনা বিচারপতির

কলকাতা: রাজ্যের এক শিক্ষক নিয়োগ মামলায় সিআইডি তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মামলার প্রেক্ষিতে উপযুক্ত তথ্য প্রমাণ পেয়েও কোনও লাভ হয়নি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। একই সঙ্গে সিআইডি অফিসারকে ভর্ৎসনা করে সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দেওয়া হয়। বিচারপতির পর্যবেক্ষণ, সিআইডি ঠিক মতো কাজ করেনি। 

মুর্শিদাবাদ জেলার এক হাইস্কুলের নিয়োগ সংক্রান্ত ইস্যু নিয়ে এদিন ফের মামলার শুনানি হয়। বিচারপতি বলেন, তিনি আশা করছেন যে সিআইডি কাউকে আড়াল করার চেষ্টা করছে না। কিন্তু বোর্ড ও কমিশন রেকর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল, সেগুলি সিআইডিকে দিয়েও কোনও লাভ হয়নি। সিআইডির জমা দেওয়া ছ’টি রিপোর্টেও এমন কোনও তথ্য নেই বলেই জানিয়েছেন তিনি। আদালত এও জানিয়েছে, বেনিয়ম করে যিনি শিক্ষকের চাকরি পেয়ছেন তাঁর বিএড সার্টিফিকেট জাল। জমা দেওয়া সব শংসাপত্র জাল। কিন্তু সিআইডি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে অপরাধ কমানোর কোনও উপায়ের উল্লেখ নেই।

আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে তার আগে আজকের শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, এটি একটি বড় ধরনের দুর্নীতি। হাওড়া ও মুর্শিদাবাদ দুটি জেলার সঙ্গে এই ঘটনার সংযোগ রয়েছে। কিন্তু বিচারপতি আজ এতটাই অসন্তুষ্ট হয়েছেন যে, সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দিয়েছেন। ভুয়ো নিয়োগ পত্র বানিয়ে ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাঁর ছেলে ভুয়ো নথিতে চাকরি পেয়েছেন এবং বেতন সহ সেই চাকরি এতদিন ধরে করছেন বলেই অভিযোগ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =