Aajbikel

এতদিন পর FIR? শুভেন্দু সংক্রান্ত এক মামলায় প্রশ্নের মুখে রাজ্য

 | 
শুভেন্দু

কলকাতা: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। সেই ঘটনার ২ বছর পর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। দায়ের হওয়া অভিযোগে শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছিল। এতদিন ধরে সেই মামলা চলছে এবং এখন আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এতদিন পর এফআইআর হয়েছে কেন, তা জানতে চাওয়া হয়েছে। 

বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ছিল এই মামলার শুনানি। বিচারপতি ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে বলেন, রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে খুনের কোনও প্রমাণ মেলেনি। তবে এতদিন পরে কেন এফআইআর দায়ের করা হল, তা রাজ্যের কাছে জানতে চান তিনি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তে অসহযোগিতা করছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ সত্ত্বেও বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সংস্থা। এই ক্ষেত্রে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়া তৃণমূল নেত্রী নুসরত জাহানের উদাহরণ টানেন তিনি। 

প্রসঙ্গত, এই মামলায় তদন্ত করছে সিআইডি। বেশ কয়েকজনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে চান তদন্তকারীরা। তবে এখনও তিনি হাজিরা দেননি বলে জানানো হয়েছে। তাই মামলার নিষ্পত্তি এখনও বহুদূর।    
 

Around The Web

Trending News

You May like