বিডিওদের ব্যাগে অনেক রহস্য! ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার

বিডিওদের ব্যাগে অনেক রহস্য! ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার

কলকাতা: বালি জগাচার একটি মামলার শুনানিতে এদিন অর্থবহ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মূলত তাঁর মন্তব্যের লক্ষ্য ছিল বিডিওরা। তিনি বলেন, বিডিওদের ব্যাগে অনেক রহস্য লুকিয়ে থাকে, তাই চাকরি বাঁচাতে তারা আইনজীবী নিয়োগ করেন। কিন্তু ঠিক কোন কারণে এই ধরনের মন্তব্য বিচারপতির? 

আসলে একটি মামলায় সরকারি আইনজীবী থাকা সত্বেও এক বিডিও ব্যক্তিগত ভাবে অন্য আইনজীবীকে নিয়োগ করেছেন। সেই প্রেক্ষিতেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার। তিনি প্রশ্ন করেন, রাজ্যের অফিসার হয়ে বিডিও নিজে একজন আলাদা আইনজীবী নিয়োগ করেন কী ভাবে? তার মানে বিডিওর নিজের কাজের প্রতি ভরসা নেই, সরকারি আইনজীবীদের ওপরও নেই। তাই তাঁরা চাকরি বাঁচাতে টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছেন। এখানেই থামেননি বিচারপতি সিনহা। তিনি আরও বলেন, অনেক বিডিও আজকাল বাড়তি সতর্কতা নেন। কারণ তারা চাকরি হারানোর ভয় পান। 

বিচারপতির ব্যাখ্যা, বিডিওদের ব্যাগে অনেক কিছু আছে, যেটা তারা নিজেরাই ভালো জানেন। এই কারণেই তারা সরকারি প্যানেলের আইনজীবীকে ভরসা করতে পারছেন না। নিজেদের বাঁচাতে বাড়তি টাকা খরচ করে আইনজীবী দার করাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, মামলায় কোনও ব্যক্তি নয় বিডিওকে যুক্ত করা হয়েছে। বিষয়টি ব্যক্তিগত নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *