হকারদের দখলে ফুটপাত, দৌরাত্ম্য় বন্ধে তৎপর হাই কোর্ট, ৬ মাসের মধ্যে সরানোর নির্দেশ

হকারদের দখলে ফুটপাত, দৌরাত্ম্য় বন্ধে তৎপর হাই কোর্ট, ৬ মাসের মধ্যে সরানোর নির্দেশ

high-court-ssc-case-hearing-commission-faces-question

High Court

কলকাতা: কলকাতা পুরসভা এলাকার বেআইনি দখলদারি ও হকারদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ আগামী ৬ সপ্তাহের মধ্যে বেআইনি দখলদারি ও হকারদের উচ্ছেদ করতে হবে বলে এদিন নির্দেশ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। শ্রীকান্ত দত্ত নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার ভিত্তিতে এই রায় দেয় আদালত৷ (High Court)

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি ও হকারদের সরানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬ সপ্তাহের মধ্য়ে বেআইনি দখলদারি ও হকারদের সরানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  

যদিও ফুটপাত দখল করে হকার দৌরাত্ম্য় এ শহরে নতুন নয়। কলকাতার প্রায় সর্বত্রই ফুটপাত দখল করে চলছে ব্যবসা৷ দীর্ঘদিন ধরেই রাস্তা দখল করে রেখেছেন হকাররা৷ হকারদের পসার আর ক্রেতাদের ভিড়ে ফুটপাত দিয়ে চলাফেরা করাই দায়৷ এই অবস্থা থেকে নিষ্কৃতি চেয়েই আদালতে মামলা করা হয়৷ তাতেই কড়া পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট৷

প্রধান বিচারপতির বেঞ্চের সাফ নির্দেশ, আগামী ৬ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি ও হকারদের সরিয়ে দিতে হবে। শ্রীকান্ত দত্ত নামে এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বুধবার এই রায় দেয় হাই কোর্ট৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ধর্মতলার গ্র্য়ান্ড হোটেলের নীচে বহু দোকান রয়েছে, সেগুলি দখলদারদের দখলে এমন ভাবে রয়েছে যে রাস্তা দেখাই যায় না। ফুটপাতে কেউ বসলেই মানুষও সেখানে গিয়ে ভিড় করছেন, সচেতনতার অভাব রয়েছে। মানুষ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টের কথা হয়তো ভুলে গিয়েছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eight =