কলকাতা: শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যায় না৷ এই অধিকার কাড়া যায় না৷ শর্ত সাপেক্ষা মহার্ঘ্য ভাতার দাবি জানিয়ে মিছিলে অনুমতি দিয়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট৷ সেই সঙ্গে উচ্চ আদালত এও জানায়, মিছিল ও সভার জন্য ৪ ঘণ্টা সময় দেওয়া হবে৷ এই সময়ের মধ্যেই গোটা কর্মসূচি সম্পন্ন করতে হবে৷ মিছিলে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে৷
আরও পড়ুন- পেনড্রাইভে রোদ্দুরের বক্তব্য আদালতে পেশ, রায়দান আপাতত স্থগিত
আদালত আরও জানিয়েছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে৷ মিছিলে ব্যানার-ফেস্টুন ব্যবহার করা যাবে না৷ অমার্জিত বা উস্কানিমূলক কথা বলা যাবে না৷ বেলা ১২টা থেকে পৌনে চারটের মধ্যে মিছিল করতে হবে৷ শেষ ১ ঘণ্টা বরাদ্দ থাকবে সভার জন্য৷ বিকেল চারটেক মধ্যে রাস্তা খালি করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, গত মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ কার্যকর না হওয়ায় পথে নেমে প্রতিবাদ জানানোর কথা বলে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ১১ জুন, শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সরকারি কর্মচারিদের মিছিলে প্রায় চার-পাঁচ হাজারের মতো লোক জমায়েত হওয়ার কথা। পুলিশ তাতে অনুমতি দেয়নি। কিন্তু হাইকোর্ট জানিয়েছে, মিছিল ও মিটিং করা যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>