High Court
কলকাতা: ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, মেট্রোর কাজের জন্য আপাতত কোনও গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বতী স্থগিতাদেশ। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে।
মেট্রোর কাজের জন্য একাধিক এলাকায় গাছ কাটা হবে বলে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সম্প্রতি জানা গিয়েছিল, মোমিনপুর-এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণের জন্য ময়দানের প্রায় ৭০০টি গাছ কাটা হবে। তবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ তুলেছিল, গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। সেই প্রেক্ষিতেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীর দাবি, তিনবার তথ্যের অধিকার আইনে প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা তা জানতে চান তিনি। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।
এই মামলার প্রেক্ষিতেই বিচারপতির মন্তব্য, কলকাতা শহর সেইসব শহরগুলির মধ্যে অন্যতম যেখানের তাপমাত্রা ১৯৫০ সালের পর থেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ময়দান মানুষের প্রত্যেকদিনের ঘোরার জায়গা, প্রচুর মানুষ এখানে রোজ প্রাতভ্রমণ করতে আসেন। বলা যায়, ময়দান এই শহরের ফুসফুস। তাই বিচারপতির মত, যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে তা উদ্বেগের। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।