Aajbikel

ময়নায় বিজেপি নেতার রহস্যমৃত্যু, দ্বিতীয় বার হবে ময়নাতদন্ত, নির্দেশ হাই কোর্টের

 | 
হাইকোর্ট

 কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত দেহ দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই বিষয়ে আপত্তি জানায়নি রাজ্যও৷ নিরাপত্তা দিতেও রাজি৷ বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কলকাতার কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে বিজয়কৃষ্ণের। বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করবেন কমান্ড হাসপাতালের চিকিৎসকরা। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ৷ চাইলে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার এবং ময়না থানার হাতে তুলে দেবে কমান্ড হাসপাতাল।

মঙ্গলবারই সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল মৃত বিজেপি নেতার পরিবার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল এই মামলার শুনানি হয়। সওয়াল জবাব শেষে মৃত বিজেপি নেতার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দেয় আদালত৷ বিচারপতি মান্থার আরও নির্দেশ, তমলুক হাসপাতালে বিজয়কৃষ্ণের পরিবারকে তাঁর দেহ দেখানোর পরই অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় কমান্ড হাসপাতালে নিয়ে আসতে হবে৷ ময়নাতদন্তের পর ফের দেহ ফেরত নিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে জীবনকৃষ্ণের পরিবার।

এদিন আদালত আরও জানিয়েছে, বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নতুন কিছু ধারা যোগ করতে হবে। সোমবার এই বিষয়ে রাজ্যকে তদন্তে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলের পর কেন ময়নাতদন্ত, তা নিয়ে রাজ্যের ব্যাখ্যা চেয়েছে আদালত।

Around The Web

Trending News

You May like