অশান্তির সঙ্গে নথি বিকৃতির অভিযোগ! সিবিআই তদন্ত না দিয়ে পারল না হাইকোর্ট

অশান্তির সঙ্গে নথি বিকৃতির অভিযোগ! সিবিআই তদন্ত না দিয়ে পারল না হাইকোর্ট

কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর লাগাতার অশান্তির ঘটনায় উত্তেজনা রাজ্য জুড়ে। এদিন এক মামলার শুনানিতে তাই বিচারপতি অমৃতা সিনহা ভীষণ ক্ষুব্ধ হন। তাঁর মন্তব্য ছিল, এত রক্তারক্তি, মারামারি, এত অশান্তি দেখার পর মনে হয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন বন্ধ করে দিতে হবে। এরপর তিনি পঞ্চায়েত ইস্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দেন। কিন্তু শুরু এই বিষয়ের জন্য সিবিআই তদন্ত নয়। রয়েছে আরও একটি বড় ইস্যু। 

আসলে বিডিও-র বিরুদ্ধে মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চাওয়া উলুবেড়িয়া-১ ব্লকের কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে ওই বিডিও-র বিরুদ্ধে। অভিযোগ, নথি বিকৃত করার ফলেই স্ক্রুটিনি থেকে বাদ চলে যায় এই প্রার্থীদের নাম। মামলাকারীরা জানিয়েছেন, বিডিও-র কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ পাননি। তাই তারা শেষমেষ আদালতের দ্বারস্থ হন। 

এদিকে পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন বিরোধীদের একাংশ। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতিকে বলতে শোনা যায়, এটা কি পঞ্চায়েত নির্বাচন হচ্ছে? এত অশান্তি, রক্তপাত, হলে উচিত নির্বাচন বন্ধ করে দেওয়া। নির্বাচন ঘিরে এত অভিযোগ রাজ্যের পক্ষে লজ্জার বিষয়। আদালতের নির্দেশ মতো আইনশৃঙ্খলার বিষয়টি সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা উচিত রাজ্যের। তা না পারলে বন্ধ করে দেওয়া উচিত নির্বাচন। তাঁর এও মন্তব্য, ১৯৯৭ সাল এবং ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল তা ফিরে দেখার দরকার নেই। এখন কী হচ্ছে আদালত তা নিয়ে চিন্তিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =