ফের চাকরি বাতিলের নির্দেশ, প্রাথমিকের মামলায় বড় সিদ্ধান্ত

ফের চাকরি বাতিলের নির্দেশ, প্রাথমিকের মামলায় বড় সিদ্ধান্ত

Job

কলকাতা: দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগ হয়েছে বলে উল্লেখ করে কলকাতা হাইকোর্টে সিবিআই ৯৬ জন প্রার্থীর তালিকা দিয়েছিল। তারা জানিয়েছে, এদের মধ্যে ৯৫ জন হাজির হয়েছিল পর্ষদের অফিসে এবং ৯৪ জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনও প্রমাণ দেখাতে পারেনি। এই তথ্য পেয়ে বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে এদের চাকরি বাতিল করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, মেধা অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। 

আজ এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা ২০১৬ সালের প্যানেল প্রকাশ করতেও নির্দেশ দেন। আগামী ১৮ অক্টোবরের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তিনি জানতে চেয়েছেন, প্রাইমারি স্কুলগুলিতে কত শূন্যপদ রয়েছে এখন আর কতজনকে বেআইনি নিয়োগ করা হয়েছে তা তারা জানতে পেরেছেন কিনা। এখন পর্যন্ত ৯৬ জনের বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথ্য দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর।  

অন্যদিকে, নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি সংক্রান্ত শুনানিতে আদালতের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আদালতের নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। আসলে হাইকোর্টের নির্দেশ ছিল, ১০ অক্টোবর অর্থাৎ আজকের মধ্যে ইডিকে নথি জমা দিতে হবে। কিন্তু সন্ধ্যে পর্যন্ত কোনও নথি তাঁর তরফে জমা পড়েনি বলে আদালতে দাবি করেছে ইডি। তবে ই-মেইল মারফত তারা কিছু পাবে কিনা, তা এখনও জানানো হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *