ব্রেকিং: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন, ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েনের নির্দেশ

ব্রেকিং: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন, ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েনের নির্দেশ

কলকাতা: যেমন সম্ভাবনা ছিল, তেমনই হল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন করতে হবে। এদিন পঞ্চায়েত মামলার রায়ে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন রায়ে জানিয়েছে, আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার দিনসংখ্যা শিক্ষাবন্ধুদের জন্য এক দিন বাড়িয়ে ১৬ তারিখ করা হয়েছে। 

আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল। প্রধান বিচারপতির বক্তব্য ছিল, আদালত প্রার্থীদের নিয়ে চিন্তিত নয়, সাধারণ ভোটারদের নিয়ে চিন্তিত। এদিকে মনোনয়ন পর্ব শুরু হওয়ার দিন থেকেই যেভাবে একের পর এক হিংসা ঘটনা সামনে এসেছে, গুলি চালানো, বোমাবাজি, খুনের ঘটনার খবর জানা গিয়েছে, তাতে কলকাতা হাইকোর্ট যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেই তা কার্যত নিশ্চিত ছিল। সব শেষে এই রায়ই দিল আদালত। একই সঙ্গে নির্দেশ, পুলিশ, অবজারভার, সকলকেই সচিত্র পরিচয় পত্র রাখতে হবে। কেউ দেখতে চাইলে তা দেখাতে হবে।