কলকাতা:সিআইডি নয়, সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই৷ ইডির আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এই মামলার তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে তুলে দিল কলকাতা হাই কোর্ট।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে ধৃত শাহজাহান শেখকে সিবিআই-এর হাতে তুলে দিতে হবে৷
সন্দেশখালি কাণ্ডের তদন্তভার কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। যদিও প্রথম থেকেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার পক্ষে সওয়াল করে আসছে ইডি৷ এর পরেই কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যায় ইডি৷
তার প্রেক্ষিতেই মঙ্গলবার এই নির্দেশ দেয় উচ্চ আদালত। গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় একক বেঞ্চ সিট গঠনের জন্য যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ মামলার ভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে৷