hc
কলকাতা: আমর্হাস্ট স্ট্রিট থানায় ব্যক্তির রহস্যমৃত্যু নিয়ে আপাতত তুলকালাম চলছে শহরে। ইতিমধ্যেই এই ঘটনায় ব্যক্তির ময়নাতদন্ত করা হয়েছে এবং রিপোর্টে জানান হয়েছে যে, ব্যক্তির ব্রেন টিউমার ফেটে রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়েছে। যদিও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সেই রিপোর্ট মানতে চায়নি মৃতের পরিবার। তারা আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে থানার ভিডিও ফুটেজের দাবি করেছিল, ময়নাতদন্ত কোনও কেন্দ্রীয় হাসপাতালে হোক, এমন আর্জি জানিয়েছিল। সেই প্রেক্ষিতে বড় নির্দেশ দিল হাইকোর্ট।
মৃতের পরিবার যে মামলা করেছিল তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আমহার্স্ট স্ট্রিট থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এছাড়া মৃত ব্যক্তির মরদেহ অবিলম্বে কলকাতা পুলিশ মর্গ থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হবে। আজই এই মামলার কেস ডায়েরি এবং ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। হাইকোর্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের স্পষ্ট কথা, ভিডিও ফুটেজ কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না।
উল্লেখ্য, বুধবার দুপুরে হঠাৎ আমহার্স্ট স্ট্রিট থানা ওই ব্যক্তিকে কোনও ইস্যুতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। তিনি থানায় যান। কিন্তু বিকেলে পরিবারের সদস্যরা খবর পান যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ তোলা হচ্ছে। দাবি করা হয়েছে, অল্প সময়ের মধ্যেই অন্তত পাঁচ জন পুলিশ কর্মী অশোক নামের ওই ব্যক্তির ওপর অত্যাচার চালিয়েছে।