টাকা নিয়ে চাকরি! প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব

টাকা নিয়ে চাকরি! প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব

কলকাতা:  অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি৷ প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় এবার তলব করা হল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে৷ তাঁকে তলব করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ১৬ ডিসেম্বর দুপুর ১টায় তাঁকে সশরীরে জাহিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দেবজ্যোতি ঘোষের হাজিরা নিশ্চিত করতে ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- SLST নিয়োগ দুর্নীতি, অবিলম্বে ২১ জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করবে CBI, নির্দেশ হাই কোর্টের

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল দেবজ্যোতি ঘোষের। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি প্রাথমিক স্কুলের একজন শিক্ষক। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্যও তিনি। অভিযোগ, নিজের ক্ষমতা বলে টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন দেবজ্যোতি৷ এই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয় হাইকোর্টে।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেই সময় মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোয়েনা দে নামে এক মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে টাকি নিয়েছেন দেবজ্যোতি ঘোষ৷ আরও একটি বিস্ফোরক অভিযোগ উঠে আসে এদিন৷ আদালতকে জানানো হয়, দেবজ্যোতি ঘোষের পাসপোর্টে নাকি লেখা আছে তিনি অষ্ঠম শ্রেণি পাশ! তাহলে প্রাথমিকে চাকরি পেলেন কী ভাবে? সেই প্রশ্নও উঠছে।

অন্যদিকে, ভাটপাড়া পুরসভাযর চেয়ারম্যান হওয়ার সুবাদেও তিনি মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক নেন৷  সওয়াল-জবাব পর্বেক পর বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেবজ্যোতিকে আদালতে হাজিরা দিতে হবে৷