গুলিতেই মৃত্যু, দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই, কালিয়াগঞ্জ ঘটনায় বলল হাইকোর্ট

কলকাতা: কালিয়াগঞ্জের যুবক মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজাশেখর মান্থা এদিন রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে জানিয়ে দিলেন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই যুবকের, তাই এখনই দ্বিতীয়বার ময়না তদন্তের প্রয়োজন নেই দেহের। তবে ঘটনার তদন্তকারী সিআইডি আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। বলা হয়েছে, ১২ মে সিআইডি'কে রিপোর্ট দিতে হবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। তারাও চাইলে রিপোর্ট দিতে পারে।
এদিন মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারের আইনজীবী আদালতে বলেন, এটি পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা। কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে। ঘটনার পর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সিআইডি'কে তদন্তভার দেওয়া হয়েছে। তবে রাজ্যের আইনজীবী পাল্টা দাবিতে জানান, পরিস্থিতি উত্তপ্ত ছিল তাই পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে গুলি চালাতে হয়। গ্রামবাসীরা পুলিশকে আক্রমণ করেছিল, আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একটি বুলেটের খোল উদ্ধারও হয়েছিল।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে এমনিতেই উত্তেজনা ছড়িয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। তার মধ্যেই ২৬ এপ্রিল বুধবার রাতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়ায় কালিয়াগঞ্জে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, গভীর রাতে পুলিশের পোশাকে বেশ কয়েক জন একটি গাড়িতে চেপে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে যায়। তাঁকে না পেয়ে প্রথমে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তোলা হয়। তার পর গুলিও চালায়। সেই গুলিতেই মৃত্যু।