আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট

আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট

কলকাতা: গান্ধীমূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যেতে পারবেন না টেট চাকরি প্রার্থীরা৷ বৃহস্পতিবার তাঁদের আবেদন খারিজ করে ধর্না অবস্থান কর্মসূচির অনুমতি দিল না উচ্চ আদালত।

আরও পড়ুন- টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, অকুস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা পাঁচ দিনের জন্য চাকরিপ্রার্থীদের গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসার অনুমতি দিয়েছিলেন৷ ফের ধর্নায় বসার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা৷ কিন্তু এ প্রসঙ্গে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আন্দোলন কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে থাকলে কেন চাকরিপ্রার্থীরা পাঁচ দিনের জন্য ধর্নায় বসলেন? তিনি আরও বলেন, কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলে তাঁরা সিঙ্গল বেঞ্চের আগের রায়কে চ্যালেঞ্জ করতে পারতেন। কিন্তু তেমনটা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে। এর পরই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ধর্নায় বসার আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =