suvendu adhikari
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ সুপ্রিম কোর্ট খারিজ করে হাইকোর্টকেই ভালো করে শুনে বিষয়টি নিস্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। এদিন বিষয়টি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠলে তিন সপ্তাহে মধ্যে মামলাকারীকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআর করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বিজেপি বিধায়ক বড় স্বস্তি পান। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এখন সেই মামলাই আবার নতুন করে হাইকোর্টে ফিরে এসেছে। এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, এই মামলা “পাব্লিক ইন্টারেস্ট লিটিগেশান” হতে পারে না।
কলকাতা হাইকোর্টে মামলাকারী দাবি করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ও নির্বাচনের দিন একাধিক উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদাহরণ হিসেবে বড়জোড়া, নন্দীগ্রাম, নয়াগ্রাম-সহ একাধিক জায়গার সভার উল্লেখ করা হয়। মামলাকারী এও জানিয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকেই শুভেন্দু অধিকারী রক্ষাকবচ পেয়েছেন। আদালতের নির্দেশ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না বলে পুলিশও কোনও ভূমিকা নিচ্ছে না। আইনজীবীর দাবি, অভিযোগ দায়ের করতে গেলেই পুলিশ বলে, আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আছে। তাই তাঁর আবেদন, বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমতি দিক আদালত।