Aajbikel

‘‌আমি অসহায়’‌, এজলাসে তীব্র অসন্তোষ প্রকাশ হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের

 | 
হাইকোর্ট

 কলকাতা: কলকাতা হাই কোর্টে কর্মচারীর সংখ্যা অনেকটাই কম৷ এর ফলে বহু মামলার অগ্রগতি হচ্ছে না। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷ যাঁরা মামলা করেছেন তাঁরা আদালতে এলেও ফিরে যেতে হচ্ছে৷ দিনের পর দিন এই ভোগান্তি চলছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভরা এজলাসে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। 


 

বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রোজই নতুন নতুন মামলা জমা পড়ে। রয়েছে পুরনো মামলার চাপও৷ প্রতিদিনই কোনও না কোনও মামলা শুনতে হয় তাঁকে। মামলাকারী যাতে দ্রুত বিচার পান সেই চেষ্টাই করছেন তিনি৷ কিন্তু হাই কোর্টে কর্মী সংখ্যা কম থাকায় দ্রুত মামলা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। দিনের পর দিন শুনতে হচ্ছে কর্মী নেই৷ ক্রমাগত এই সমস্যায় মেজাজ হারালেন। এই ঘটনায় অফিসারদের তলবও করেন তিনি। ক্ষোভ উগড়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘লোক দেওয়া না হলে হাই কোর্ট এবার উঠে যাবে। আমি অসহায়। এভাবে চলতে পারে না। লোকের ব্যবস্থা করুন। এটা বেশিদিন চলতে পারে না। পর্যাপ্ত কর্মী দেওয়া না হলে এটা হাই কোর্টের বিড়ম্বনা ছাড়া আর কিছুই না।’’


 

বিচারপতির মেজাজ হারানোয় আইনজীবীরাও মুখে কুলুপ আঁটেন। এখন কলকাতা হাই কোর্টে কোনও ঘটনা ঘটলেই সেটা বড় আকার নিচ্ছে। এবার আদালতে কর্মী অভাব বড় ফোকাস কাড়ল৷ 

Around The Web

Trending News

You May like