কলকাতা: ফের একবার বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আদালতে একটি অতিরিক্ত হলফনামা জমা দিয়ে তিনি জানান, আমেরিকায় যেতে চান চোখের চিকিৎসার জন্য। তবে যে বিচারপতির এই মামলা শোনার কথা ছিল তিনি মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। কিন্তু কী কারণে?
আসলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চার দিনের রক্ষাকবচ দিয়েছিলেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত মামলাতেই ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, এই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এক্তিয়ার বহির্ভূত। তাই তিনি এই মামলা শুনতে পারেন না। মূলত ইডির আপত্তির কারণেই বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন।
অগাস্ট মাসে ২৪ দিন আমেরিকা থাকতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোটাই চোখের চিকিৎসার কারণে। তাই কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন অভিষেক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে আজই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি মামলা থেকে অব্যাহতি নেওয়ায় সেই শুনানি আজ হল না। ইডি সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমেরিকায় চোখের চিকিৎসা করানোর পর মার্চ মাসে আবার একই চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। কিন্তু কিছু সমস্যার জন্য সেই সময় তিনি বিদেশে যেতে পারেননি।