সিআইডির তদন্তে সন্তোষ প্রকাশ হাইকোর্টের, সিবিআইয়ের সঙ্গে তুলনা

সিআইডির তদন্তে সন্তোষ প্রকাশ হাইকোর্টের, সিবিআইয়ের সঙ্গে তুলনা

hc

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে এই নিয়ে বেশ কয়েকবার কলকাতা হাইকোর্টের ধমক খেয়েছে সিবিআই। তাঁদের তদন্তের গতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ভিন্ন ভিন্ন বিচারপতি। বৃহস্পতিবারও এক মামলায় হাইকোর্টের ধমক জুটেছে সিবিআইয়ের কপালে। এবার আদালত সিআইডি তদন্তের প্রশংসা করে কার্যত সিবিআইকে খোঁচা দিল। মুর্শিদাবাদের এক স্কুলের দুর্নীতি মামলায় সিআইডি তদন্তে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাদের সঙ্গে সিবিআইয়ের তুলনাও করলেন তিনি। 

‘মনে হচ্ছে সিআইডি সিবিআইয়ের আগে লক্ষ্যে পৌঁছে যাবে।’ এদিন নিয়োগ মামলার শুনানিতে এমনই মন্তব্য করতে শোনা যায় বিচারপতিকে। এদিন জেলার এক হাইস্কুলে ভুয়ো নথি দিয়ে চাকরিতে যোগদানের মামলায় বিচারপতি সিআইডির আইনজীবীর কাছে জানতে চান, যারা জাল নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের চিহ্নিত করা গিয়েছে কিনা। উত্তর ইতিবাচক আসার পর এই মন্তব্য করেন বিচারপতি বসু। আসলে এই মামলায় গত শুনানিতে সিআইডিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি। তবে এবার তদন্তের গতি দেখে বিচারপতি সন্তুষ্ট। 

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ওই হাই স্কুলে জাল নথি জমা দিয়ে চাকরি পান এক যুবক। জানা যায়, তার বাবা ওই স্কুলেরই প্রধান শিক্ষক। জাল নথি বানিয়ে ছেলেকে চাকরি করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আদালতে মামলা দায়ের হওয়ার পর জানা যায়, জাল নথি জমা দিয়ে এরকম আরও অনেকে চাকরি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =