কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভুরিভুরি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বেশিরভাগ মামলাতেই আবেদন জানান হচ্ছে দ্রুত শুনানি করার। এই ইস্যু নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এই ধরনের মামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিস্তারিত কোনও তথ্যই থাকছে না এই মামলাগুলিতে, অথচ সবাই আদালতে এসে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন করছেন। এত তাড়াহুড়োর কী আছে, এই প্রশ্ন তোলেন তিনি। জানা গিয়েছে, বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল করা নিয়ে ভীষণভাবেই ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি।
রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের ঘোষণা করার পর থেকেই বাংলায় একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে এমনিতেই বহু মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে আদালতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটাও সঠিক যে, কিছুক্ষেত্রে দেখা গিয়েছে মামলাকারী সামান্য কিছু কারণেও আদালতের দ্বারস্থ হচ্ছেন। মনোনয়ন পত্র জমা দিতে না পারলে আদালতে চলে যাচ্ছেন প্রার্থী, ওদিকে পুলিশ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো শয়ে শয়ে মামলা। এই বিষয় নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর সাফ কথা, বিস্তারিত কোনও তথ্যই যদি না থাকে, তাহলে বিষয়গুলি নিয়ে আদালত এগোতে পারে না। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে, যার শুনানির প্রয়োজন।
আদালতের এও পর্যবেক্ষণ, শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত মামলা শুনলে চলবে না, বহু মানুষ রুটি রুজির জন্য আদালতে আসছেন, তাদেরটাও দেখতে হবে। কত মানুষ চাকরির জন্য অপেক্ষা করছেন। আদালতের রায়ের ওপর তাঁদের চাকরি নির্ভর করছে। সেই মামলাগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।